Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

১.  দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংবলিত সঠিক পরিসংখ্যান বুলেটিন,বার্ষিকপরিসংখ্যান

    পকেটবুক ও বর্ষগ্রন্থ প্রস্ত্তত করতে সহায়তা করা

২. প্রতি ১০ বছর পর পর আদম শুমারি,কৃষি শুমারি ও অর্থনৈতিকশুমারি পরিচালনাও

  প্রতিবেদন প্রকাশে সহায়তা করা।

৩. মোট দেশজ উৎপাদনGDP এবং প্রবৃদ্ধির হার সহ অন্যান্য সামষ্টিকঅর্থনৈতিক

   নির্দেশকে যথা সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরূপণ ওপ্রকাশে সহায়তা করা।

 

৪. ভোক্তার দৈনন্দিন জীবন যাপনে ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যঅমর্ত্মভূক্ত করে

  মাস ভিত্তিক ভোক্তা মূল্য সূচক (CPI) নিরূপণ ও প্রকাশেসহায়তা করা

৫. বৈদেশিক বানিজ্য সংক্রামত্ম পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশে সহায়তা করা।

৬. বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরি হার ও মজুরি সূচক প্রস্ত্তত ও প্রকাশে সহায়তা করা।

৭. বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমান এবং ভূমির ব্যবহার সংক্রামত্ম পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশে সহায়তা করা।

৮. শিশুপুষ্টি ও শিশুদের অবস্থা সংক্রামত্ম তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশে সহায়তা করা।

৯. মহিলাদের উন্নয়ণও ক্ষমতায়নের লক্ষে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপনের জন্য Gender statistics প্রস্ত্তত ও প্রকাশে সহায়তা করা।